ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৈয়দপুর রেলস্টেশন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৬ পিএম

নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে প্ল্যাটফর্মের ওপর থেকে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আজম।

তিনি জানান, খবর পেয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির এবং অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

SN/FI
আরও পড়ুন