ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৪ পিএম

মিয়ানমারে সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ৯৫ সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে আশ্রয়ে নিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের উখিয়া এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এদিকে, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ৭ জনের মধ্যে গুলিবিদ্ধ ৩ জন বিজিপি সদস্যকে দুপুরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ জন সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। পরে সীমান্ত পেরিয়ে পালিয়ে আসে আরও ৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত দেশটির সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬৮ জন। এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ছিলো।

এদিকে, রোববার গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, মিয়ানমার পুলিশের যারা আশ্রয় নিয়েছেন তাদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে থেমে থেমে গোলাগুলি চলছিল তুমব্রু সীমান্তে। রোববার ভোর থেকে লাগাতার গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও রকেট লাঞ্চার বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু বিস্তীর্ণ এলাকা।

MB/FI
আরও পড়ুন