গোলাগুলি বন্ধ থাকায় নাইক্ষ্যংছড়ির তুমব্রু-ঘুমধুম সীমান্ত পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। তাই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে সীমান্তবাসী।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে আসায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন ঘরে ফিরে যাচ্ছে। আর ঘরে ফেরাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির কথা বিবেচনা করে ঘুমধুম একটি মাত্র এসএসসি পরীক্ষাকেন্দ্র, সেটি আমরা পরিবর্তন করেছি।
স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু-ঘুমধুমের ওপারের তুমব্রু ও ঢেকিবুনিয়া ক্যাম্প দুটি আরাকান আর্মি দখল নেওয়ার পর সেখানে এখন গোলাগুলি বন্ধ রয়েছে। ভয় ও আতঙ্কে বান্দরবানের তমরু ও ঘুমধুম সীমান্ত থেকে সরে যাওয়া প্রায় ২শ পরিবারের অধিকাংশই এখন ঘরে ফিরেছে। আশ্রয়কেন্দ্রটি ফাঁকা হতে শুরু করেছে। বন্ধ থাকা তুমব্রু বাজারও খুলেছে।
এদিকে, সীমান্তে গোলাগুলি বন্ধ থাকলেও নাইক্ষ্যংছড়ির পাঁচ ইউনিয়নের সীমান্তে কঠোর নজরদারিতে টহল দিয়ে যাচ্ছে বিজিবি।
