ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্প থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০১ পিএম

শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে শাহিনা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক।

শাহিনা বেগম (২২) চাঁদপুর জেলার হাইমচর থানার মোল্লা কান্দি গ্রামের জান্নাল পাজালের মেয়ে। এক সন্তানের জননী শাহিনা বেগম ওই আশ্রয়ণ প্রকল্পে স্বামী হেলাল গাজীর সঙ্গে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের হেলাল গাজীর ঘরে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, ধারণা করা হচ্ছে সকালে ঘটনা ঘটানোর পরে হেলাল গাজীসহ পরিবারের অন্যরা পালিয়ে গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

SN/SA
আরও পড়ুন