ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৩২৭৫ হেক্টর জমিতে আবাদ

রংপুরে আলু তুলতে ব্যস্ত কৃষক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬ এএম

রংপুর অঞ্চলের পাঁচ জেলায় আলু তোলার ধুম পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই আলু তোলাতে ব্যস্ত। তবে অনেকেই শ্রমিকের অভাবে আলু তুলতে পারছেন না।

চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত উফশী ও স্থানীয় জাতের ৪৮ হাজার ৮৪৬ মেট্রিক টন আলু তোলা হয়েছে। বাকি আলু আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে তোলা হবে বলে জানিয়েছেন রংপুর কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক অফিস জানায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে এক লাখ ৬০২ হেক্টর জমিতে স্থানীয় ও উফশী জাতের আলুর চাষ হয়েছে। এর মধ্যে রংপুরে ৫৩ হাজার ৯৩০ হেক্টর জমির মধ্যে ১৮ হাজার ৪০০ হেক্টর জমি থেকে আলু উত্তোলন করা হয়।

আলু তোলার মাঝে মাঠে বসেই দুপুরের খাবার খাচ্ছেন শ্রমিকরা। ছবি: খবর সংযোগ

গাইবান্ধায় ১১ হাজার ১৫২ হেক্টর জমির মধ্যে পাঁচ হাজার ২৩১ হেক্টর জমির আলু উত্তোলিত হয়েছে। কুড়িগ্রামের ৭ হাজার ৭৫ হেক্টর জমির মধ্যে চার হাজার ৬৭০ হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে। লালমনিরহাটে এক হাজার ৯১০ হেক্টর জমির এবং নীলফামারীতে ১৮ হাজার ৭৩৫ হেক্টর জমির আলু তোলা হয়েছে। 

রংপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছর রংপুরের পাঁচ জেলায় আলুর মোট উৎপাদন হয়েছিল ২৭ লাখ ৩২ হাজার ১৫৪ মেট্রিক টন। এবার এর চেয়ে বেশি আলু উৎপাদন হবে বলে আশাবাদী তিনি।

RA/FI
আরও পড়ুন