বগুড়ায় শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। এই অঞ্চলের মোট ১১টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ফলে প্রতি কেন্দ্রেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই আসনে নারিকেল গাছ প্রতীকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক, হ্যাঙ্গার প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু, জগ প্রতীকে ওষুধ ব্যবসায়ী হামদান মন্ডল ও মোবাইল ফোন প্রতীকে আব্দুল খালেকসহ মোট চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান বলেন, শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, আমরা ১১টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছি। ভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আমরা প্রস্তুত।
