ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৫২ বছরের ইতিহাসে প্রথম নারী মেয়র পেল মুন্সীগঞ্জ পৌরসভা

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০১:১২ এএম

মুন্সীগঞ্জ পৌরসভা উপনির্বাচনে বিপুল ভোটে মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। জগ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ২১ হাজার ৯৯৪টি। আফরিন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালের স্ত্রী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৬১০টি। 

শনিবার সকাল (৯ মার্চ) ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে এই ভোটগ্রহণ চলে। উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ২২ হাজার ৬০৪ জন ভোটার, যা মোট ভোটের ৩৮.৯৯%।

এবারের মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শনিবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। 

নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। মোট ভোটার ৫৭ হাজার ৯৬২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ১৬ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ৯৪৬ জন।

এর গত সংসদ নির্বাচনে অংশ নিতে পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ ফয়সাল। এতে মেয়র পদটি শূন্য হয়ে যায়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি এ পৌরসভা সৃষ্টি হয়। এটি ক শ্রেণির পৌরসভা। ৫২ বছরের ইতিহাসে এবারই প্রথম একজন নারী মেয়র পেল পৌরবাসী।

পৌরসভায় নারী মেয়র পেয়ে খুশি ভোটাররা। উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারীরা। মুন্সিগঞ্জ মহিলা পরিষদের সহসভাপতি হামিদা খাতুন বলেন, চৌধুরী ফাহরিয়া আফরিনের জয়ে নারীরা উজ্জীবিত। নারীদের এ জয়ের ধারা অব্যাহত থাকবে।

নবনির্বাচিত মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন বলেন, ‘মানুষ যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে ভোট দিয়েছেন, সেভাবে কাজ করব। মুন্সিগঞ্জ পৌরসভাকে সেবার দিক থেকে দেশে অন্য পৌরসভাগুলোর জন্য অনুকরণীয় করব। আমার স্বামী পৌর মেয়র ছিলেন। মেয়র হিসেবে তিনি পৌরসভায় ব্যাপক কাজ করেছেন। তিনি কিছু কাজ অসমাপ্ত রেখে গেছেন, সে কাজগুলো সম্পন্ন করব।’

HK/SA
আরও পড়ুন