ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুসিক মেয়র পদে উপনির্বাচন

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৩:৪৩ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণের আর কয়েক ঘণ্টা বাকি। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ ভোটের অন্যান্য সামগ্রী যাচ্ছে। শুক্রবার (৮ মার্চ) সকালে নগরীর জিলা স্কুল থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম চলে দুপুর পর্যন্ত।

কুসিক উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, নির্বাচনে ১০৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে। ইতোমধ্যে ইভিএম মেশিনসহ সব মালামাল বুঝে নিয়েছেন প্রিজাইডিং অফিসাররা।

রির্টানিং কার্যালয় জানায়, নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রে মাঠে থাকবেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন এলাকায় ১২ প্লাটুন বিজিবি, ২৭টি র‌্যাব টিম, পুলিশের মোবাইল টিম ও ৯টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে ।

কুমিল্লা সিটি করপোরেশনে ভোটার সংখ্যা দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন। পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৮২ ও নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৪ জন।

RA/WA
আরও পড়ুন