ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০১:৪৮ পিএম

রাজবাড়ীতে যাকাতের টাকা নিতে গিয়ে টিনের গেইট ভে‌ঙ্গে ঢুক‌তে গি‌য়ে হুড়োহুড়ির সময় মা‌টি‌তে প‌ড়ে পদদলিত হয়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মৃত‌্যু হ‌য়ে‌ছে। রোববার (৭ এপ্রিল) সকাল ৭টায় শহরের ভবানীপুর এলাকায় দে‌লোয়ার হো‌সেনের বাড়ী‌তে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
 
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজবাড়ীর ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে যাকাতের টাকা নিতে একসঙ্গে প্রায় ৫ হাজার নারী-পুরুষ ভিড় করেন। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা অপর এক নারী তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে আলহাজ্ব মোঃ দে‌লোয়ার হো‌সেন খবর সংযোগ ডটকমকে ব‌লেন, প্রতিবছ‌রের মতো এবারও ২৭ রমজা‌নে তার বাড়ী‌তে প্রায় সা‌ড়ে ৩ হাজার অসহায়,হত‌দিরদ্র মানু‌ষের মা‌ঝে যাকা‌তের শা‌ড়ি ও লু্ঙ্গি বিতর‌ণের ব‌্যবস্থা করেন। যার জন‌্য প‌্যা‌ন্ডেল ও গরমের জন‌্য ফ‌্যা‌নের ব‌্যবস্থা করা হয়। সকাল ৭টা থে‌কে শা‌ড়ি ও লুঙ্গি বিতর‌ণের কথা থাক‌লেও ফজ‌রের নামাজের সময় থে‌কে মানুষ জ‌ড়ো হ‌তে থা‌কেন। হঠাৎ সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বাড়ীর একপা‌শের টি‌নের গেইট ভে‌ঙ্গে এক সা‌থে সবাই ঢুকার চেষ্টা ক‌রে। এসময় এক বৃদ্ধা ম‌হিলা ধাক্কা লে‌গে মা‌টি‌তে প‌ড়ে পদদলিত হয়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

তি‌নি আরও ব‌লেন,সুশৃঙ্খলভা‌বে বিতর‌ণের জন‌্য তি‌নি পু‌লি‌শেও আবেদন ক‌রেন। কিন্তু বিতর‌ণের সময় হবার আগেই তাদের ধাক্কাধা‌ক্কি‌তে এ ঘটনা ঘ‌টে। যে‌হেতু তার বাড়ী‌তে এ ঘটনা ঘ‌টে‌ছে,ওই ম‌হিলার প‌রিচয় শনাক্ত হ‌লে তার প‌রিবা‌রের সদস‌্যদের সা‌থে আলোচনা ক‌রে সহ‌যো‌গিতা করা হ‌বে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, ওই নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। ওই ম‌হিলার প‌রিচয় শনা‌ক্তের চেষ্টা চল‌ছে। পরিচয় শনাক্তের পর এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। 

AHA/AST
আরও পড়ুন