নীলফামারী, কক্সবাজার ও মানিকগঞ্জে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) পৃথক ঘটনায় এই শিশুদের মৃত্যু হয়।
শনিবার বিকেল ৩টার দিকে পৌর এলাকার নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মতিউর রহমানের মেয়ে সাফরিন আক্তার (৬) ও কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি পরিবারের সঙ্গে কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকত। দুপুরে খেলাধুলা শেষে তারা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় তিনটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল বড় মৌলভীপাড়ায় ইলিয়াছের ছেলে (১) আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে কবির আহমদের মেয়ে জোৎস্না আক্তারও (৮) পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন দুপুর ২টার দিকে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামের বেলালের ছেলে তাফসীর (৪) পুকুরে ডুবে মারা যায়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, অভিভাবকদের অসচেনতার কারণে একইদিনে কুতুবদিয়ায় ৩জন শিশু পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ৩টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জায়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পয়লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জায়ান ওই গ্রামের মোঃ পাপন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে খেলার সময় বল পুকুরে পড়ে গেলে জায়ান তা আনতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিচারকের ছেলেকে হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে
হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায়, আরএমপি কমিশনারকে তলব
গাজীপুরে দাম্পত্য কলহে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আহত