ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঈদ আনন্দ নেই জেলে আবুল হাসেমের

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১০:৩৬ এএম

একেবারেই ঈদ আনন্দ নেই টেকনাফের নাফ নদীতে এক সময়ের মাছ শিকারি আবুল হাসেম ও তার পরিবারে। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধে আয়-রোজগার না থাকায় অনেকটাই মানবেতর জীবন যাপন করছেন তিনি।

নাফ নদীতে মাছ ধরে জীবনের বেশিরভাগ সময় পার করেছিলেন জেলে আবুল হাসেম। কিন্তু মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে মাছ ধরতে যেতে পারছেন না বহুদিন ধরে। ঈদে পরিবারের জন্য কিছুই করতে পারেননি। 

সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের সেনা বাহিনীর সংঘর্ষের প্রভাব পড়েছে এপারে। সব সময়ই অজানা আতঙ্ক তাড়া করছে সীমান্তবাসীদের মনে।

মিয়ানমারের উত্তপ্ত পরিস্থিতির কারণে সীমান্তে কড়া নজরদারি রাখছেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। নাফ নদীতে টহল দিচ্ছে কোস্টগার্ড।

আবুল হাসেম জানান, সাগরের সামনের দিকটায় যদি মাছ ধরা যেত, তাহলেও উপকার হত। কারণ এখানে অল্প সময় জাল ফেললেই মাছ পাওয়া যায়। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে মাছ ধরতে যেতে পারছি না। স্ত্রী-সন্তান নিয়ে বহু কষ্টে দিন যাপন করি।

 

AS/AST
আরও পড়ুন