বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রায় ঢাক-ঢোল, রঙবেরঙের বেলুন, প্ল্যাকার্ড ফেস্টুন ও বাদ্যের মধ্যে দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. গোলাম মওলা, পুলিশ সুপার রাশিদুল হকসহ বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে নানা বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
