বদলির পরে নিখোঁজ নাথাম বমের স্ত্রী!

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৪ এএম

গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালা ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে যায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এর পরেই আলোচনায় আসে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান নাথান বমের স্ত্রী লাল সমকিমের নাম। নাথান বমের স্ত্রী ও আরেক নার্স দীপালি বাড়ৈয়ের সঙ্গে কেএনএফের যোগাযোগ আছে এই সন্দেহ তাদের লালমনিরহাট ২৫০ শয্যার হাসপাতালে বদলি করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএনএম) দপ্তর থেকে লাল সমকিম বম ও দীপালি বাড়ৈকে বদলির আদেশ কারণ হিসেবে উল্লেখ করা হয় জনস্বার্থকে ।

তবে বদলি আদেশের ১৯ দিন পরেও নতুন কর্মস্থলে যোগদান করেননি নাথান বমের স্ত্রী লাল সমকিম। এদিকে রুমা সদরের ২নং ওয়ার্ডে নিজ বাসাতেও থাকছেন না তিনি। তাহলে বদলির আদেশের পর কোথায় রয়েছেন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) স্ত্রী, এমন প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে গিয়েও মেলেনি কোনো তথ্য।

এ ব্যাপারে জানতে চাইলে রুমা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বামংপ্রু মারমা জানান, নার্স লাল সমকিম বমকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকে তিনি আর হাসপাতালে আসেননি। লাল সমকিম বম কোথায় আছেন সেই তথ্যও তাদের কাছে নেই বলেও জানান তিনি।

কেএনএফ প্রধানের স্ত্রীর বদলির বিষয়ে লালমনিরহাট ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রমজান আলী বলেন, ‘নার্স লাল সমকিম বম এখনো যোগদান করেননি। কবে যোগদান করতে পারেন সেই বিষয়ে কোনো তথ্য নেই।

রুমা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য (সংরক্ষিত) কল্যানি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে নাথান বমের স্ত্রী লাল সমকিম বমকে নিজ বাড়িতে দেখা যাচ্ছে না। তিনি কোথায় আছেন তার সঠিক তথ্যও জানা নেই।

রুমা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক বলেন, আমি নতুন এসেছি এই উপজেলায়। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে জেনেছি তিনি (লাল সমকিম বম) এলাকাতে নেই। তাকে যদি প্রশাসন গ্রেপ্তার করতো তাহলেও সবাই বিষয়টা জানতো।

এ ব্যাপারে খোঁজ নিতে গেলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, আমাদের কাছে নাথান বমের স্ত্রীর কোনো তথ্য নেই। তিনি এলাকায় আছেন কি নেই তাও পুলিশের জানা নেই।

HK/FI
আরও পড়ুন