৪৮ ঘন্টার ধর্মঘটে বান্দরবানে বাস চলাচল বন্ধ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০১:০৯ পিএম

বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘন্টার ধর্মঘটে বান্দরবানে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোববার (২৮ এপ্রিল) সকাল থেকেই গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

গত ২২ এপ্রিল কাপ্তাই সড়কে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর বাস চাপায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বাস ভাঙচুর করে ও একটি বাসে আগুন দেয়। এই ঘটনার প্রতিবাদে  চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সকল রুটে ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম  বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ফলে সকাল থেকে বান্দরবান থেকে কোনো প্রকার দূরপাল্লার গণপরিবহন শহর ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুব্রত দাশ ঝুন্টু দৈনিক খবর সংযোগ -কে বলেন, বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৮ ঘন্টার ধর্মঘটের প্রথমদিন আজ। ধর্মঘটের কারণে বান্দরবান-চট্টগ্রাম ও কক্সবাজার সড়কের সকল বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকালও বন্ধ থাকবে।

SN/AST
আরও পড়ুন