চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুরে। এ সময় জেলার তাপমাত্রার পারদ ওঠে ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
চাঁপাইনবাবগঞ্জে আবাহাওয়া অফিস না থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবহাওয়া পর্যবেক্ষণ করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান, এক সপ্তাহের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে বইছে তাপপ্রবাহ। মঙ্গলবার বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এটি শুধু এই মৌসুমে নয়, গত কয়েক বছরের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন তিনি।
