ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৈয়দপুরে রানওয়ের লাইনে শর্টসার্কিট, বিমান ওঠানামা বন্ধ

আপডেট : ১৩ মে ২০২৪, ১২:৩৪ এএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে গেছে। রোববার (১২ মে) সন্ধ্যা ৭টা থেকে ওই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকায় সেখানে দুই শতাধিক যাত্রী আটকা পড়ে আছেন।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, রানওয়েতে বিমানবন্দর উন্নয়নের কাজ চলছিল। এ অবস্থায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে। বিমানবন্দরের প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পর ত্রুটি খুঁজে দেখছে। সন্ধ্যা সাতটা থেকে রানওয়ের বাতিগুলো জ্বলছে না। ফলে কোনো বিমান ওঠানামা করতে পারছে না।

খোঁজ নিয়ে জানা যায়, নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভো এয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি করে বিমান যাত্রীসেবা দিতে পারেনি। ফলে সৈয়দপুর বিমানবন্দরের লাউঞ্জে দুই শতাধিক যাত্রী আটকা পড়ে আছেন। রাতের সব ফ্লাইট বাতিল হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন।

বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, রানওয়েতে আলো জ্বলছে না। এ কারণে কোনো ফ্লাইট ওঠানামা করছে না। জরুরি ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সরেজমিনে কাজ করছে। রাতের মধ্যেই ত্রুটি অপসারণ করা হবে।

AS
আরও পড়ুন