ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৮:৩১ এএম

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৩টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ সিলেটের পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের দুইটি বগি উদ্ধার করায় ট্রেন চলাচল এখন স্বাভাবিক।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটির পাঁচ-ছয়টি বগি রেললাইন থেকে পড়ে যায়। ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ থাকে। এ ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

AH
আরও পড়ুন