বেনজীরের রূপগঞ্জের বাংলো প্রশাসনের তত্ত্বাবধানে

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৬:৪৪ পিএম

সাবেক আইজিপি বেনজীর আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত আলিসান বাংলো বাড়ি ক্রোক করেছে জেলা প্রশাসন ও  দুদুকের সমন্বিত গঠিত একটি দল।

শনিবার (৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি ক্রোক করে।

দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীর নেতৃত্ব একটি দল দক্ষিণবাগ এলাকার অবস্থিত ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িটিকে জব্দ করে।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত সাবেক পুলিশ প্রধানের এই সম্পত্তি ক্রোকের আদেশ প্রদান করেন।

স্থানীয়রা জানায়, এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ৫৫ শতাংশ জমি এক কোটি ৮৩ লাখ টাকায় কেনেন তিনি। পরে বছর চারেক আগে সেখানে ওই বাড়ি করেন তিনি।

ডেমরা-ইছাপুরা (রূপগঞ্জ) সড়কের পাশে আনন্দ হাউজিং সোসাইটির কৃত্রিম লেক। লেকের পাশে অবস্থিত তার ওই বাড়িটি ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে রয়েছে নানা গল্প ও রহস্য।

বাড়িটি ক্রোক শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম জানান, ৬ কাঠা করে ২৪ কাঠার মধ্যে বাড়িটি বানানো হয়েছে।  আদালতের নির্দেশে বাড়িটি ক্রোক করা হয়েছে।

AMK/WA