অনলাইন এক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বগুড়াবাসী ব্যানারে জিলা স্কুলের সামনে মানববন্ধনে এ দাবি করা হয়। পিনাকী ভট্টাচার্য বগুড়া শহরের জ্বলেশ্বরীতলা এলাকার বাসিন্দা ও বগুড়া জিলা স্কুলের প্রয়াত শিক্ষক শ্যামল ভট্টাচার্যের ছেলে। পিনাকী ভট্টাচার্য বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন।
বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী মাহবুব উদ্দিন প্যাটেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী তৌফিক চৌধুরী, পিনাকী ভট্টাচার্যের ভাতিজা অপরুপ রাহী, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো মহসিন আলী রাজু, জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা আলতাফুর রহমান চৌধুরী, সাফি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এই আন্দোলনে অনলাইনে সবচেয়ে বেশি ভুমিকা পালন করেছে পিনাকী ভট্টাচার্য। তিনি বগুড়ার সিংহ। ইউটিউবে শেখ হাসিনার নানা দুর্নীতির তথ্য রমাণ তুলে ধরতেন। শেখ হাসিনার দূর্নীতি তুলে ধরায় তাকে দেশ থেকে ফ্রান্সে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তিনি একজন নামকরা ডাক্তার। তার অনলাইন এক্টিভিটি সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে। এই ছাত্র-জনতা তার দেয়া তথ্যে জেনেছে ফ্যাসিস্টরা কিভাবে দেশের টাকা পাচার করেছে, ভারতের কাছে দেশের কত জিনিস পার করে দিয়েছে। তাই অতিদ্রুত পিনাকী ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ পদে বসানোর দাবি জানানো হয়।
