দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, শেরপুর জেলার মতো এ ধরনের বন্যা আরও হতে পারে, তাই এ ধারণা নিয়ে আগাম প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে শেরপুর জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি দেখতে এবং পুনর্বাসন সম্পর্কে দিকনির্দেশনার জন্য শেরপুর সফর করছি।
উপদেষ্টা ফারুক বলেন, ইতোমধ্যে জেলার ক্ষয়ক্ষতি নিরূপন করা হয়েছে। এই কাজগুলো কীভাবে করবে, সে সম্পর্কে আমি ধারণা নিতে এবং দিতে সরেজমিনে এসেছি।
এ সময় তার সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
