ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অপারেশন ডেভিল হান্ট: সাত জেলায় গ্রেপ্তার ৫২, অস্ত্র-শস্ত্র উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ-২জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় আমেরিকার তৈরি ১টি পিপ্তল, দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ১টি, বোমা সদৃশ ককটেল-১২টি, গুলি ৯টি, ড্রেগার ২টি, কিরিচ ২টি উদ্ধার করা হয়।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ পিএম

অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে দেশের কুমিল্লা, ফরিদপুর, চাঁদপুর, মোংলায়, নোয়াখালী, ভৈরব, চুয়াডাঙ্গা এই সাত জেলা থেকে ৫২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।  

চলমান অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। 

১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন, মহানগরীর ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হোসেন তপন, সাজাপ্রাপ্ত আসামি রনিসহ অন্যরা।

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডেভিল হান্টে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এক জনপ্রতিনিধিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সক্রিয় কর্মী মাহবুবুর রহমান (৩১), তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব ভূঁইয়া (৬৪), ভাঙ্গা পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর আলম (৫০) ও নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরান মাতুব্বর (৩০),  লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (৪০) এবং বুড়াইচ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল মেম্বার (৫৮), আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ সেলিম (৪৫)। এছাড়া মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকির আহম্মেদ টোকন (৫৮), কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. তারেক ওরফে শান্ত (৪৫)।

চাঁদপুর শহরে যৌথ বাহিনীর অভিযানে একটি শটগান ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে শহরের ওয়্যারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

অভিযানে আটক ব্যাক্তিরা হলেন-মো. মামুন (২৮), আব্দুল হালিম রকি (২৩), মো. বেলাল (৪০), মো. সুজন (২৮) ও মো. লিটন (২৫)।

অপারেশন ডেভিল হান্টে মোংলায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), আওয়ামী লীগ নেতা-কর্মী মো. ডালিম (৫২), মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মোংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন শফিকুর রহমান (৭২) ও বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র রায় (৬৬) কে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়। 

তিনি আরও বলেন, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে মোংলার কুমারখালী ও গোয়ালেরমেঠ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ কর্মী মো. সাইফুল শেখকে আটক করেছে পুলিশ।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ-২জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় আমেরিকার তৈরি ১টি পিপ্তল, দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ১টি, বোমা সদৃশ ককটেল-১২টি, গুলি ৯টি, ড্রেগার ২টি, কিরিচ ২টি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক।  

গ্রেপ্তারকৃতরা হলেন, মো.নবীর উদ্দিন (৫০) ও  মো.ইমাম হোসেন (৫০)।  

পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক আরও বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।  

কিশোরগঞ্জের ভৈরবে ডেভিল হান্ট অভিযানে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কমিশনারসহ ৪ জন গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক কমিশনার আফজাল হোসেন ভূইয়া (৬৭),  নান্নু মিয়া (৬২), বাদল মিয়া (৩৮) ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুর্শিদ মিয়া (৫০)। 

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, গ্রেপ্তারকৃত চারজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতার উপর হামলা ও নাশকতার পরিকল্পনাকারী। আসামিদের ভৈরব থানা ভাঙচুর মামলায় রাতেই কারাগারের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলে তিনি জানান ৷

চুয়াডাঙ্গায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগের সক্রিয় সদস্য সাঈদ আহম্মেদ উৎস (২৫), আলমডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাসুজ্জামান (৪০), ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম (৩৫), ভাংবাড়ীয়া  ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম (৩৭),  ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী (৪৪), ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ মিয়া (৫০) যুবলীগের সহ-সম্পাদক সালাউদ্দীন (৩৩), আওয়ামী লীগের সহ-সম্পাদক জামাল উদ্দীন (৫৫)  ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম (৪৬)।

Fj
আরও পড়ুন