ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আ.লীগ নেতা প্রার্থী হওয়ায় মৌলভীবাজার বার নির্বাচন স্থগিত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ এএম

মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামীলীগ নেতা ও মামলার আসামী প্রার্থী হওয়ার প্রতিবাদে জেলা কোর্ট বারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের অবস্থান কর্মসূচি পালন করে। নির্বাচনের প্রার্থীতা থেকে তাকে অপসারণের দাবিতে এক ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। এঘটনায় জরুরি সভার পর সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচন স্থগিত করে আইজীবী সমিতির নির্বাচন কমিশন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান সভাপতি পদে প্রার্থী হচ্ছেন এমন খবর সোস্যাল মিডিয়ায় প্রকাশের পর জেলা বার ভবনের সামনে অবস্থান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এসময় জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জি.পি মামুনুর রশীদকে একঘন্টার আল্টিমেটাম দেয় ছাত্র জনতা।

আন্দোলনকারী শাহাব উদ্দিন বাবলু বলেন, এখানে আগামীকাল আইনজীবী সমিতির নির্বাচন হবে, এখানে আওয়ামীলীগের এজেন্ট আওয়ামীলীগের দোসর কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান। তিনি একজন পদধারী আওয়ামীলীগের নেতা। বিগত আন্দোলনে তিনি আমাদের বিভিন্নভাবে বাধাগ্রস্থ করেছেন। উনি সভাপতি প্রার্থী। সুতরাং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিসহ সাধারণ জনতা আমরা এসেছি, উনাকে এই নির্বাচন থেকে অপসারণ করার জন্য। নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে একঘন্টা সময় নিয়েছেন। উনার সিদ্ধান্তের জন্য আমরা অবস্থানরত আছি।

জি.পি অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে আমরা বসে সিদ্ধান্ত নেই নির্বাচন স্থগিত থাকবে। পরবর্তী সিদ্ধান্ত আমরা সংবিধান মোতাবেক নেব।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন এএসএম আজাদুর রহমান ও কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিএনপির দোলোয়ার হোসেন ও অ্যাডভোকেট জয়নুল হক। সহ-সাধারণ সাধারণ সম্পাদক পদে ৪ জন, জুনিয়র সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সিনিয়র সদস্য ২ জন হলেন মহিউদ্দিন মানিক ও কমিউনিস্ট পার্টির ডাডলি ডেরিক প্রেন্টিস, সহ-সভাপতি দুইজন হলেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ মজনু ও বিএনপির শাহ আখলাকুল আম্বিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

MMS
আরও পড়ুন