ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:২৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইউসুফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে পৌরসভার পানিশালা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ পানিশালা গ্রামের ওয়াইফাই ব্যবসায়ী আজিজুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জুমার নামাজে যখন সবাই ব্যস্ত তখন সবার চোখ এড়িয়ে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায় ইউসুফ। মা শিশুকে ঘরে না পেয়ে ডাকাডাকি শুরু করলে বাড়ির লোকজন ছুটে এসে খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে ইউসুফকে দেখতে পান। দ্রুত সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যান চাচা হাসান মিয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
 
কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুর কবির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের সম্মতি ও জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

MMS
আরও পড়ুন