ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম

জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে এ দাবি করেন তিনি।

পরওয়ার বলেন, ‘কেউ কেউ ভাবে এখন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন করে দেয়; তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে তো চাঁদাবাজ-মাস্তানরা জিততে পারবে না। ফলে তারা যদি কায়দা করে যাইতে পারে কেটেকুটে তাহলে আবারও পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা ওগুলোও কেটেকুটে নিয়ে নেবে।’

জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

JA