ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোপালগঞ্জে স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২১ জুন ২০২৫, ১০:০০ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরকীয়ার জেরে স্ত্রীর ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন বায়েজিদ সিকদার নামের এক সৌদি প্রবাসী (স্বামী)। আহত বায়েজিদ গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে।  

শুক্রবার (২০ জুন) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অন্য কারো সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে এমন সন্দেহে স্ত্রী মানসুরা খানম তার স্বামী বায়েজিদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। কথাকাটাকাটির একপর্যায়ে স্বামীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন স্ত্রী মানসুরা। পরে তার স্ত্রী নিজেও আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে।

প্রবাসী বায়েজিদের মা হোসনে আরা বেগম জানান, মাস খানেক আগে বায়েজিদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। মোবাইল ফোনে কথা বলা নিয়ে স্বামী স্ত্রী দুইজনই একে অপরকে সন্দেহের চোখে দেখতেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া লেগে থাকতো।  শুক্রবার বিকালে বায়েজিদ তার স্ত্রী মানসুরা খানমের মোবাইল নিয়ে ইমুতে ঢুকে কিছু চেক করছিল। এ নিয়ে দুইজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে ঝগড়া হয়। একপর্যায়ে মানসুরা তার স্বামীর পেটে ছুরি দিয়ে আঘাত করেন। এ ঘটনার পর আশপাশের লোকজন দুইজনকে আহত অবস্থায় প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাপ জিলানী জানান, স্বামী-স্ত্রী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে স্বামীর অবস্থা গুরুতর। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

SN
আরও পড়ুন