ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

প্রতিনিধি, মানিকগঞ্জ

আপডেট : ২১ জুন ২০২৫, ১১:১২ এএম

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের চাপায় তারা মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তারা মিয়া সদর উপজেলার জাগীর এলাকার মৃত মোসলেম মিয়ার ছেলে।

শনিবার (২১ জুন) সকাল সোয়া ৮ টার দিকে মহাসড়কের চরখন্ড গোলড়া নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, আজ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ী থেকে বেড় হন তারা মিয়া। পরে ঘটনাস্থলে আসলে পেছন থেকে আসা সেলফি পরিবহনের একটি দ্রুতগামীর বাস তারা মিয়াকে চাপা দেয়। বাসের চাপায় তারা মিয়ার মাথা ছিড়ে অন্যত্র গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখে এবং যানচলাচল বন্ধ থাকে আধা ঘন্টার মতো। মহাসড়কে চলাচলরত সেলফি পরিবহনের দুটি বাস ভাংচুর করে উত্তেজিত জনতা। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানচলাচল স্বাভাবিক হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, দূর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছেছি। সড়ক দুর্ঘটনায় নিহত তারা মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাস এবং চালককে আটকের চেষ্টা চলছে।

SN
আরও পড়ুন