ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্যাম্পাসের পাশে ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষার্থী, মামলা

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৬:৪৫ এএম

ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। ছিনতাইয়ের শিকার হওয়া দুই শিক্ষার্থীর একজন চারুকলার; আরেকজন পড়েন ইসলামিক স্টাডিজ বিভাগে। এদের মধ্যে থেকে এক ছাত্রী রাতে চন্দ্রিমা থানায় মামলা করেন।

মামলায় তিনি বলেন, বিকালে ক্লাস শেষে তিনি সহপাঠীর সঙ্গে ছাত্রীনিবাসে ফিরছিলেন। জলিলের মোড়ে সোহান, শীতল ও রাজু নামের তিন যুবক তাদের পথরোধ করে। এক পর্যায়ে তারা ওই শিক্ষার্থীর হাত থেকে সোনার আংটি ও ঘড়ি ছিনিয়ে নেয়।

এজাহারে বলা হয়, ঘটনার সময় সঙ্গে থাকা বন্ধু বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে মারধর করে। সহপাঠীকে রক্ষা করতে গেলে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকেও টানা-হেঁচড়া করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চলে যায়।

ওই নারী শিক্ষার্থী বলেন, এ এলাকায় শুধু আমি নই, আরও বহু নারী শিক্ষার্থী থাকেন। দিনে-দুপুরে এমন ঘটনা আমাদের সবার নিরাপত্তার জন্য হুমকি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেখানে গিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।

চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়ার পর সন্ধ্যায় এক দফা অভিযান চালানো হয়েছে। আরও অভিযান চালানো হবে।

 

khk
আরও পড়ুন