ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৬:৫৪ এএম

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গুনাইগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুরে উলিপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নন্দুনেফরা গ্রামের হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

‎উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জিল্লুর রহমান জানান, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

khk
আরও পড়ুন