ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রাম বন্দরের ২ নিরাপত্তারক্ষী সাময়িক বরখাস্ত

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০১:২৬ এএম

অনৈতিকভাবে টাকা গ্রহণের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) দুই নিরাপত্তা রক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, মঙ্গলবার (২২ জুলাই) সকালে এনসিটি ১ নম্বর গেটে কর্তব্যরত নিরাপত্তারক্ষী আবুল খায়ের এবং বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এনসিটি-৪ নম্বর গেটে দায়িত্ব পালন করা নিরাপত্তারক্ষী হারুন-অর-রশিদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। অনৈতিকভাবে টাকা নেওয়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারী চাকরি বিধিমালা/৯১-এর পরিপন্থি। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা রক্ষীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টির অন্তরায় এমন যে কোনো কার্যক্রম বন্দর কর্তৃপক্ষ কঠোরভাবে সবসময় দমন করেছে, ভবিষ্যতেও করবে।

khk
আরও পড়ুন