ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ এএম

খুলনার দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর লবণচরা হরিণটানা গেট এবং দুপুরে আড়ংঘাটার বিল পাবলা বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সোনাডাঙ্গার লায়ন্স স্কুল সংলগ্ন এলাকার নাসিরউদ্দিন মিন্টুর ছেলে মোস্তাকিন সিরাজুল মিকু (২১) এবং বিল পাবলা এলাকার বাসিন্দা প্রসাদ বিশ্বাসের স্ত্রী মিনতি বিশ্বাস (৬০)।

নগরীর লবণচরা থানার ডিউটি অফিসার আবু জাফর বলেন, বেলা ১১টার দিকে দ্রুত গতিতে রূপসা থেকে বাড়ির পথে ফিরছিলেন মোস্তাকিন সিরাজুল মিকু। লবণচরা থানাধীন হরিণটানা গেট সংলগ্ন স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। এ সময় মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলেন মিকু। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

অপরদিকে হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুরে রাস্তা পারাপারের সময়ে আড়ংঘাটা থানাধীন বিল পাবলা বিশ্বরোড এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল মিনতি বিশ্বাসকে ধাক্কা দেয়। তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মিনতি বিশ্বাসের মরদেহ মর্গে রয়েছে।  

khk
আরও পড়ুন