কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বিপন্ন প্রাণী মুখ পোড়া হনুমান গুরুতর আহত হয়েছে।
বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি এলাকায় এ দুঘটনা ঘটে।
জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি সামনে একটি গাছে কয়েকটি মুখপোড়া হনুমান একটি গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছিল। এসময় গাছ থেকে নেমে রাস্তা পার হতে গেলে একটি সিএনজিচালিত অটোরিকশা হনুমানটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
এ সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কমলগঞ্জ জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আহাদ মিয়া। তিনিসহ স্থানীয়রা হনুমানটিকে উদ্ধার করে পাশের হীড বাংলাদেশে নামক স্থানীয় একটি চিকিৎসালয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে রাখা হয় এবং তার চিকিৎসা চলছে।
#এসএ
