ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২৪ এএম

চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকায় দুপক্ষের মারামরির মধ্যে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মো. আকবর (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আকবর ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। সেখানকার একটি স্ক্র্যাপের দোকানে কাজ করতেন তিনি। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে আকবরকে খুন হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

তবে প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, নিহত আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী। প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে এসে ৪-৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে নিহতে বোন সায়মা বলেন, বাড়ির সামনে দুপক্ষের মধ্যে মারামরি চলছিল। তখন আমার ভাই বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার ভাইকে ছুরিকাঘাত করা হয়। কয়েকজনকে আমরা চিনি। তারা হালিশহর বি ব্লক এলাকার লোকজন বলেও দাবি করেন তিনি।

আকবরের স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আকবরের মৃত্যু হয়েছে। রাত ১১টার দিকে তাকে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের মুঠোফোনে কয়েক দফায় চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থল ঘুরে আসা এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই জায়গায় নিহতের পরিবার ছাড়া আর কেউ ছিলেন না। ভুক্তভোগী সেখানে এমনিই দাঁড়িয়ে ছিলেন নাকি তিনি বিবদমান কোনো পক্ষের— সেটা স্পষ্ট নয়। খোঁজখবর নিচ্ছি বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

HN
আরও পড়ুন