পিরোজপুরের ভান্ডারিয়ায় ছুরিকাঘাতে খুন হয়েছেন ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ঝন্টু (৪৮) ভিটাবাড়িয়া গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে। তিনি স্থানীয় এক প্রবাসীর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব আছেন। অপরদিকে অভিযুক্ত রুবেল (৩৫) একই এলাকার মজিবুর রহমান খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল রেজাউল করিম ঝন্টুর বুকে আঘাত করে। এ সময় ঝন্টু পাশের ডোবায় পড়ে গেলে সেখানে গিয়েই রুবেল ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রুবেলের নানা অপকর্মে বাধা দিয়ে আসছিলেন ঝন্টু। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় রুবেল।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
