ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ এএম

ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিযুশ (২১), একই এলাকার আজহার আলী সোহেলের ছেলে সালমান (২২), আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), সামাদের ছেলে সোহাগ (১৮), আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাসন এলাকার ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুর এলাকার শাকিল আহমেদ জয় (২৯), কাউন্দিয়া গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী (৫৫), পশ্চিম কলমা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), তেঁতুলঝরা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭) ও ধামরাই চরশঙ্খর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) আবুল কালাম জানান, সাভারের বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।

HN
আরও পড়ুন