নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বগাদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগাদিয়া গ্রামের আব্দুস সোবহানের নতুন বাড়ির সোলেমানের স্ত্রী সুমি বেগম (৩২) বগাদিয়া খেপাঘাটে রাস্তা পারাপারের সময় বারাহিপুর গ্রামের নজু মিয়া চৌধুরী বাড়ির জামাল উদ্দিন মিলনের ছেলে মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান শোহেব (২২) ও একই বাড়ির শাহ আলমের ছেলে মো: ফাহিম (২৩) এর মোটরসাইকেলে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই শোহেব ও ফাহিম নিহত হয়।
এ সময় সুমি বেগম গুরুতর আহত হলে তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, নিহত দুইজনের লাশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জয় বাংলা বলেই আমার জীবন দিতে চাই : কাদের সিদ্দিকী