হবিগঞ্জের মাধবপুরে ভরা মৌসুমেও কমেনি সবজির দাম। সবজির দাম না কমার কারণে চাপ বেড়েছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের। তবে ব্যবসায়ীদের দাবি, কিছুদিনের মধ্যে দাম কমতে শুরু করবে।
মাধবপুর পৌর শহরের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, শিম, বেগুন, আলু, জিঙ্গা, চিচিঙ্গার প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে।
ক্রেতারা জানান, বাজারে মৌসুমী সবজি প্রচুর পরিমাণে থাকলেও দাম তেমন কমেনি। এই মৌসুমে সবজির দাম অর্ধেক থাকার কথা। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সবজি কিনতেই সব টাকা খরচ হয়ে যায়। আর মাছ-মাংস কেনার কথা ভাবতেও পারে না।
বাজারে সবজি কিনতে আসা এক নারী জানান, ভরা মৌসুমে সবজির দাম অনেক কম হওয়ার কথা থাকলেও সবজির দাম তেমন কমেনি।
বাজারে সবজি কিনতে আসা আল আমিন ইসলাম জানান, সবজির দাম তেমন কমেনি। ফুলকপি কিনেছেন ১০০ টাকা কেজি। টমেটো কিনেছেন ১০০ টাকা কেজি। তবে সাইজে ছোট আর বাসি সবজিগুলোর দাম কিছুটা কম।
বাজারে সবজি কিনতে আসা মোশাহিদ আহামেদ রুবেল জানান, বাজারে সবজির যে দাম এই দামে সবজি কেনা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য কষ্টের।
এক সবজি ব্যবসায়ী জানান, পাইকারদের নিকট থেকে সবজিগুলো কিনতে হয় বেশি দাম দিয়ে, তাই ক্রেতাদের কাছে কম দামে বিক্রি করা যায় না। কিন্তু তিনি অল্প লাভে সবজি বিক্রি করেন।
তবে ওই ব্যবসায়ী দাবি করেন, চলতি সপ্তাহের মধ্যেই বাজারে নতুন সবজি আসবে, তখন দাম কমে যাবে।
বরিশালে বেড়েছে সবজির দাম