ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শত শত নেতাকর্মী হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থান নেন। তারা গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এ আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। আমরা এ সিদ্ধান্ত মানি না।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন