ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালের মাটি দিয়ে কৃষি জমি ভরাট করে রাস্তা নির্মাণ

আপডেট : ২১ মে ২০২৩, ০৩:৪০ পিএম

শেখ ফরিদ  আহমেদ ময়না, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাহাদুরপুর খাল খননে অনিয়মের অভিযোগ ওঠেছে। সিডিউলের নকশা পাশ কাটিয়ে খাল খননের মাটি দিয়ে কৃষি জমি ভরাট করে রাস্তা নির্মাণ করছে ঠিকদারী প্রতিষ্ঠান। তবে, জমির মালিকদের বাঁধায় রাস্তার কাজ এখন বন্ধ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার কুল্ল্যা ইউনিয়নে বাইন বসত  স্লুইচগেট  থেকে বাহাদুপুর গেট পর্যন্ত খাল খনন করা হচ্ছে। খুলনার মেসার্স নেচারাল এন্টারপ্রাইজ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বাহাদুরপুর গ্রামের কৃষকদের জমির উপরে বাহাদুরপুর খালের মাটি কেটে তাদের জমির উপর ফেলে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান ও মেম্বরের নির্দেশে ব্যক্তি মালিকানাধীন জমির ওপরে খালের মাটি ফেলে রাস্তা নির্মাণ তৈরি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। 

image

গত ১ মে থেকে বাহাদুরপুর  সুইচ গেট  থেকে সজনাপুর স্লুইসগেট পর্যন্ত ২৫০০ মিটার খাল খননের কাজ করছে মেসার্স নেচারাল এন্টার প্রাইজ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান। 

বাহাদুরপুর গ্রামের একাধিক কৃষক বলেন, খাল খনন হলে সবার জন্য উপকার। এ বিষয়ে কোন অভিযোগ নেই। কিন্তু খনন করে দুই পাশে মাটি ফেলার কথা থাকলেও খালের দক্ষিণ-পশ্চিম পাশে বেশি মাটি ফেলা হচ্ছে এবং রাস্তা তৈরী করা হচ্ছে। এতে অনেক জমি নষ্ট হচ্ছে।

এবিষয়ে মেসার্স নেচারাল এন্টার প্রাইজের সাইট ম্যানেজার আবুল হাসান বলেন, সিডিউল অনুয়ায়ী কাজ করছি। মাটি কেটে সমান করার কথা থাকলেও রাস্তা করার কথা নেই। চেয়ারম্যান ও মেম্বার জোরপূর্বক রাস্তা করিয়েছে।

#বিডি/

আরও পড়ুন