ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মধ্যরাতে সিলেটে গাড়ির গ্যারেজে আগুন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ এএম

সিলেটে মধ্যরাতে একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর আখালিয়া নবাবী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে আখালিয়ার ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন লাগে। আগুনে গ্যারেজে থাকা আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অগ্নি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

HN
আরও পড়ুন