ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কলাপাড়ায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৫ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুকুল বেগম ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। নিহত মুকুলের ২০ বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভী তবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম। তিনি দুপুরের খাবার শেষ করে মসজিদে নামাজ পরাতে যান। সে সময় তার স্ত্রী ঘরেই অবস্থান করছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাদের ঘরে এসে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যহত।

SN
আরও পড়ুন