ঝড়ের কবলে পড়ে শুক্রবার (২ আগস্ট) বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচর ইউনিয়নের শিবচর এলাকায় ১৩ মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলার থেকে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখন পর্যন্ত আরও আট জেলে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ তিনদিন অতিবাহিত হতে চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান মিলেনি। নিখোঁজ এসব জেলেদের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে জেলে পল্লীতে চলছে আলোচনা সমালোচনা।
তবে নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ করেছেন কোস্ট গার্ড ও নৌ-পুলিশ। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলেও জানায় কোস্ট গার্ড।
শনিবার (৩ আগস্ট) সরেজমিনে নিখোঁজ পরিবারগুলোর বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতে চলছে আহাজারি। স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। নিখোঁজ জেলের পরিবারের কারো স্ত্রী বা সন্তানরা একমাত্র কর্মক্ষমকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তাদের জীবিত বা মৃত্যু হোক ফিরিয়ে দেওয়ার দাবি জানান ৮ জেলে পরিবারগুলো।
নিখোঁজ জেলে সবুজের স্ত্রী রেশমা কান্নাজড়িত কণ্ঠে জানান, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র চালিকা শক্তি তার স্বামী। দীর্ঘদিন ধরে জেলে পেশায় নিয়োজিত আছেন। এই বছরে নদীতে মাছ না থাকায় খুব কষ্টে দিন পার করছেন তারা। স্ত্রী রেশমাকে মাছ ধরা শেষে বাড়ীতে এসে ডাক্তার দেখানোর কথা ছিল। তবে আর ফিরবে কী সবুজ এ নিয়ে বার বার কান্নায় ভেঙে পড়েন রেশমা। এসময় জীবিত বা মৃত্যু হোক তার স্বামীকে পরিবারের কাছে ফেরতের দাবি জানান।
দক্ষিণ আইচা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার শুধাম চাকমা জানান, ২৬ জুলাই ১৩ জন মাঝি মাল্লাসহ উপজেলার দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের সুকনাখালী ঘাট থেকে মাছ ধরতে যায় সাগরে। মাছ ধরা শেষে শুক্রবার (২ জুলাই) ট্রলারটি পুনরায় সুকনাখালী ঘাটের উদ্দেশ্য রওয়ানা দেয়। ট্রলার কিছুক্ষণ চালানোর পর শিবচর এলাকায় অসংখ্য ডুবোচর ও পানির ডেউয়ে ট্রলার আকস্মিকভাবে উল্টে যায়। এতে ১৩ জন জেলের মধ্যে ৫ জনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে ৮ জন জেলে।
চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, গত শুক্রবার অসংখ্য ডুবোচর ও পানির ডেউয়ে ১৩ জন জেলেসহ ট্রলার ডুবে যায়। এতে ৫ জন জেলে জীবিত উদ্ধার হয়েছে। বাকি ৮ জন জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ।
