বরিশালে কুরিয়ার সার্ভিস থেকে ১১০ কেজি পলিথিন জব্দ 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৯ এএম

বরিশাল নগরীর ক্লাব রোড এলাকার জননী কুরিয়ার সার্ভিসে ঢাকা থেকে আসা নিষিদ্ধ ১১০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে নগরীর বরিশাল ক্লাব রোডের জননী কুরিয়ার সার্ভিসে আসা সরকার নিষিদ্ধ বিভিন্ন সাইজের ১১০ কেজি পলিথিন জব্দ করেন বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বি এম রাকিব উদ্দিন। 

জননী কুরিয়ার সার্ভিস বরিশাল শাখার দায়িত্বে থাকা ম্যানেজার সুমন বলেন, ঢাকা চকবাজার শাখা থেকে গত ৩০ ডিসেম্বর সোমবার রাত ৮টায় বরিশাল চকবাজারের ব্যবসায়ী চয়ন নামে এক ব্যক্তি  তিনটি বস্তুা জননীর বরিশাল শাখায় কুরিয়ার করলে মঙ্গলবার বরিশালে এসে পৌঁছে। জননী কুরিয়ার সার্ভিসের গাড়ীতে ঢাকা থেকে আসা বস্তা তিনটি লেবাররা নামানোর সময় কুরিয়ার কতৃপক্ষের সন্দেহ হলে বস্তা তিনটি তারা খুলে দেখতে পাই সরকার নিষিদ্ধ পলিথিন রয়েছে বস্তার ভিতরে। পরে পরিবেশ অধিদপ্তরের লোকজন খবর পেয়ে পলিথিন গুলো জব্দ করে নিয়ে যায়। 

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন বলেন, বুধবার বিকেলে নিষিদ্ধ পলিথিনের খবর পেয়ে জননী কুরিয়ার সার্ভিসে আমাদের পরিদর্শকসহ টিম পাঠিয়ে ১১০ কেজি পলিথিন জব্দ করেছি। তবে ঘটনাস্থলে পলিথিনের মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

MMS
আরও পড়ুন