ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রথম ঘটনায় এক পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম

পটুয়াখালীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার বাউফল উপজেলার কালাইয়া ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মধ্যে গুরুতর আহত মো. আবু তাহেরকে (২৭) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা গেছে, বাউফলে ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সম্প্রতি আলী আজম পক্ষের লোকজন ওই কার্যালয় ও স্ট্যান্ড একাধিকবার দখল নেওয়ার চেষ্টা করে। শনিবার বেলা ১১টায় আজমের লোকজন দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ওই কার্যালয় ও ষ্ট্যান্ড দখল করতে যায়। তখন আরিফ ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে কমপক্ষে ১০ জন আহত হয়।

পরে রোববার সকালে আলী আজমের লোকজন ওই কার্যালয় ও ষ্ট্যান্ড দখল করে নেয়। দখলমুক্ত করতে সন্ধ্যায় আরিফ দলবল নিয়ে ষ্ট্যান্ডের দিকে গেলে তাদের ওপর হামলা করে আজমের লোকজন। তখন দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবু তাহের ও সোহরাব প্যাদাসহ দুপক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত আবু তাহেরের ডান হাতের তিনটি আঙুলে আঘাত হয়েছে। এরমধ্যে একটি আঙুল কেটে চামড়ার সঙ্গে ঝুলে আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক ষ্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন অভিযোগ করে বলেন, আজমের পক্ষে কোনো কাগজপত্র নাই। তিনি গায়ের জোরে স্ট্যান্ড দখল করেছেন। সেখানে গেলে আজমের লোকজন হামলা চালিয়ে তাদের লোকজনদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ বিষয়ে প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়েছি।

দুপক্ষের একজন স্থানীয় দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী। অন্যজন বিএনপি নেতা ও স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন। এ ঘটনায় কালাইয়া ট্রাক স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন ২১ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন। 

আলী আজম চৌধুরী দাবি করে বলেন, তার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত না। আরিফ অভিযোগ দিয়েছেন, তিনি বিএনপির কেউ না। বিগত দিনে তিনি এক যুবলীগ নেতার দেহরক্ষি হিসেবে কাজ করেছেন। এখন বিএনপিতে সুকৌশলে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে আমাকে ও বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালী জেলা শ্রমিক ইউনিয়ন (ট্রাক, পিকআপ, লড়ি) ও পটুয়াখালী পায়রা ট্রান্সপোর্ট লিমিটেড থেকে ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে পরবর্তী তিন বছর মেয়াদে উপজেলার কালাইয়া ট্রাকস্ট্যান্ড এজেন্সি কার্যালয়ে কমিটি দেওয়া হয়। ২৬ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভাপতি হলেন আশরাফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন। 

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রথম ঘটনায় এক পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

NC
আরও পড়ুন