ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী এলাকায় বাসের চাপায় জাহিদ হাসান (২৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৫ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক জাহিদ হাসান মাদারীপুরের শিবচর পৌরসভার তালুকদারকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাহিদ হাসান নিহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আমিনুর রহমান জানান, উভয় যানের বেপরোয়াগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
