ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অন্যের স্ত্রী নিয়ে পার্কে হাতেনাতে ধরা এসআই শিমুল, অতপর...

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৫ এএম

অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

তিনি বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ওঠায় মাহবুব হোসেন নামে এক উপ পরিদর্শককে ক্লোজড করা হয়েছে। তাকে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্কে ঘুরতে যান মাহবুব। এসময়ে ওই নারীর স্বামী তাদের হাতেনাতে আটক করে। স্থানীয়দের তোপের মুখে পড়ে ওই নারীকে রেখে সটকে পড়েন এসআই মাহবুব। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে শুক্রবার থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

AHA
আরও পড়ুন