বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুরে বিএনপির দোয়া মাহফিল

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে ভূপাতিত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ প্রমুখ।

নেতারা বলেন, বেসামরিক স্থাপনায় এমন ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমরা শোকাহত। সরকারের উচিত এই দুর্ঘটনার কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরা।

তারা আরও বলেন, এই ঘটনায় শুধু শোক প্রকাশ নয়, বরং ভবিষ্যতে যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে, সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

নিহতদের স্মরণে আয়োজিত দোয়া  মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, পিরোজপুর জেলা ওলামাদলের আহবায়ক অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার।

MMS
আরও পড়ুন