পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।
শনিবার (২ জুলাই) দিবাগত রাত ২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম বলেন, সংঘবদ্ধ ডাকাতদল ওই ঘরের প্লাষ্টিকের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাদের হাত, পা ও মুখ বেঁধে প্রায় লক্ষাধিক টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
এর আগে, গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ওই বাড়ির সবাইকে হাত-পা বেঁধে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয়।
এদিকে এ উপজেলায় ঘনঘন ডাকাতির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, রাতভর পুলিশ ফোরলেন এলাকায় টহলে ছিল। এটি ডাকাতি কিংবা অন্য কোনো ঘটনা কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাবার সম্পত্তি বিক্রি করে টাকা দিতে চাপ, স্ত্রীর আত্মহত্যা