ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজাপুরে বিএনপির আলোচনা সভা 

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৭:৫৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির আয়োজনে 
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবদুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। 
 
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়োছিলো আজকের এই দিনে। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন, সেই বীর শহীদের রূহের মাগফেরাত কামনা করছি।
 
তিনি আরো বলেন, ভবিষ্যৎতে এ ধরনের ফ্যাসিবাদের জন্ম যেন বাংলাদেশে আর না হয়, সে দিক আপনাদের লক্ষ রাখতে হবে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।
 
আলোচনা সভায় বক্তব্যরা বলেন, বিএনপি নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আজ ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি বাংলার মাটিতেই হবে।
 
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন অসংখ্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। 
NJ
আরও পড়ুন