লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তীড়ে আছড়ে পড়ছে ছোট-বড় ঢেউ। এ অবস্থায় উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে রাতভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনিভূত হতে পারে। এছাড়া লঘুচাপের কারণে বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। কলাপাড়া উপকূলীয় এলাকা দিয়ে যেকোন সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।
এতে কলাপাড়ার পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছধরা ট্রলার সমূহকে কলাপাড়া উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
