ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধরা পড়লো বিরল প্রজাতির ‘সজারু মাছ’, হয়নি বিক্রি

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে বেল্লাল নামের এক জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির একটি "পাফারফিশ"। স্থানীয় জেলেরা এটিকে সজারু মাছ কিংবা তিলক পটকা মাছও বলছেন।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে গেলে লোকজনের মধ্যে শোরগোল শুরু হয়। এক নজড় দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়।

জেলে বেল্লাল জানান, গত শুক্রবার তিনি মাছটি পায়রা বন্দরের শেষ বয়ার কাছে অন্য মাছের সঙ্গে পেয়েছেন। তবে এ মাছটির ক্রেতা পাওয়া যায়নি। 

সরেজমিনে গিয়ে দেখা হয়, ইলিশ মাছের সঙ্গে ওই মাছটি একটি আড়তের সামনে ফেলে রাখা হয়। মাছটির গোটা শরীরে কাটা ও তিলের মতো চিহ্ন রয়েছে। দেখলে গা শিউরে ওঠে। হুবহু সজারুর মতো মনে হয়। ওজন ৩ কেজির একটু বেশি। চিকন লেজ রয়েছে।

মেসার্স কামাল ফিসের স্বত্বাধিকারী কামাল হোসেন জানান, তিনি এই মাছটা আগে কখনও দেখেননি। এটি দেখে তিনি কিছুটা ভয় পেয়েছেন। তার ভাষায়, বিদঘুটে টাইপ।

স্থানীয় লোকজন জানান, এই মাছ খাওয়া যায় কিনা, তা তারা জানেন না। তবে সকলের মন্তব্য এটি সামুদ্রিক বিরল প্রজাতির একটি মাছ। তবে এ মাছটি বিক্রি করা যায়নি। কারণ জেলেদের ধারণা এটিতে বিষ রয়েছে। পটকা মাছের মতো মারাত্মক ক্ষতিকর বলে তাদের ধারণা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া মাছটি "পটকা মাছ" (Porcupinefish) এটি Diodontidae পরিবারের একটি মাছ। বাংলাতে এই মাছ "সজারু মাছ" বা "তিলক সজারু পটকা" নামেও পরিচিত। বাংলাদেশে এই মাছের বেশ কয়েকটি প্রজাতি পাওয়া যায়। তবে এটি সচরাচর দেখা যায় না।

NJ
আরও পড়ুন